পিকেএসএফ-এর অর্থায়নে পরিচালিত ও মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির সনদ প্রাপ্ত সংস্থা “পাতাকুঁড়ি সোসাইটি” সনদ নং : ০০৬৪৯-০০৩৮০-০০২৬১ এর ক্ষুদ্রঋণ কার্যক্রম সম্প্রসারণের লক্ষে শাখা ব্যবস্থাপক পদে লোক নিয়োগ করা হবে।
সুবিধাদি: বছরে দুইটি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, কর্মী কল্যাণ, মটরসাইকেল ঋণ, যাতায়াত বিল, মোবাইল বিল এবং স্থায়ীকরণের পর প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী নির্ধারিত বেতন স্কেল, বার্ষিক ইনক্রিমেন্ট, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।
বয়সঃ অনুর্ধ্ব ৪০ বছর
স্নাতক / স্নাতকোওর ।
পিকেএসএফ-এর সহযোগী সংস্থায় সমপর্যায়ের কাজে ৩ বছরের অভিজ্ঞতা।
বেতনঃ 32000+ অধিকতর যোগ্যতা সম্পন্নদের জন্য বেতন আলোচনা সাপেক্ষ।